মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

মাকে নিয়ে অসাধারণ গান, 'মা' | কথা ও সুর: মুহাম্মদ হেলাল উদ্দিন


পৃথিবীতে সব মানুষের মা একজনই। মাযের তুলনা অন্য কোন মানুষের সাথে হতে পারে না। মায়ের মমতা প্রত্যেক সন্তানের জন্য গগণস্পর্শী।

মা তো মা- ই। বাবার স্হান মায়ের তুলনায় অনেক কম। মায়ের জাত অনন্য। মা বলে কথা।তাই মায়ের সঙ্গে সঙ্গে সকল মায়ের জাতের সঙ্গ উত্তম আচরণ জরুরী।