একুশ শতকের মানুষের মেজাজ
এই জগতে মানুষের আগমনের বিশ হাজার বছর পেরিয়ে গেছে । দুনিয়াতে বর্ষ গণনার
ইতিহাস মাত্র দুই হাজার বছরের। অবনীর ইতিহাস যথাসময়ে কাগজে লিপিবদ্ধ করার
ঘটনাও বেশী দিনের নয়। ফলে কোন শতকে মানুষের মন -মেজাজ কেমন ছিল তা
পূংখানুভাবে জানা দূ:সাধ্য বটে।
তবুও কালের পরিক্রমায় আমাদের বর্তমান সময়ে মানুষের মেজাজ ও
পারষ্পরিক ভাব বিনিময়ের প্রক্রিতি বিচিত্র ধরনের । বিগত দুই শতকে মানুষের মেজাজ
কিছুটা মধ্যম প্রক্রিতির ছিল। এই মেজাজ সকল মানুষের এক রকম নয়। কারো মেজাজ
ঠান্ডা ,কারো গরম ,আবার কারো মেজাজ অত্যন্ত ভয়ংকর । আবার একজনের মেজাজ
সর্বক্ষণ এক রকম থাকে না । আবার উত্যক্ত হলে সবাই সমান গরম হয় না। একেকজনের
গরম হওয়ার ধরন ও একেক রকম । সব মিলিয়ে মানুষের মেজাজ এক আজব বিষয়।
মানুষের মেজাজ তার চারপাশের পরিবেশের উপর
নির্ভর করে। প্রত্যেক মানুষের মেজাজ সর্বক্ষণ একটা সাম্যবস্থায় বিরাজ করে। পরিবেশের উথথান -
পতন মেজাজকে প্রভাবিত করে। বাহ্যিক ক্ষতি মেজাজকে খিট - খিটে করে । আবার আনন্দ - ফূর্তি
মানুষের মেজাজকে প্রস্ফুটিত করে । মানুষের মেজাজের বাহ্যিক রূপ হচ্ছে রাগ - হাসি ।